Wellcome to National Portal
Main Comtent Skiped

At a glance

বগুড়া শহরের নবনির্মিত কেন্দ্রীয় বাস টার্মিনাল চারমাথা থেকে পূর্বদিকে আধা কিলোমিটার দূরে সান্তাহার রোডে নিশিন্দারা, কারবালা নামক স্থানে বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত। বিশ্ব ব্যাংকের অর্থানুকূল্যে ১৯৭৬ সালে অনুমোদিত আই.ডি.এ ও আই.এল.ও হয়। সর্বমোট ১২.১৩ একর পরিমান বিরাট ভূ-খন্ডের উপর ১৩ কোটি টাকা ব্যয়ে স্থাপনাটি সংসদ লিমিটেড এর স্থাপত্য পরিকল্পনায় জনতা নির্মাণ সংস্থা কর্তৃক ১৯৮৫ সালের শের্ষাধ্যে নির্মান সু-সম্পন্ন হয় এবং ১৯৮৬ জানুয়ারী মাস হতে ০৬টি ট্রেডের মাধ্যমে টি.টি.টি’র অগ্রযাত্রা শুরু হয়। 

ক্রমিক নং
নাম
পদবি
মোবাইল নং
ই-মেইল
০১
সুশান্ত কুমার রায়
অধ্যক্ষ
01718758754
susantoroy1972@gmail.com